সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দিল্লিতে চিকিৎসক খুন বাংলাদেশি জড়িত!

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিম দিল্লির বিকাশপুরি এলাকার বাসিন্দা দন্ত চিকিৎসক পঙ্কজ নারাংকে (৪০) পিটিয়ে হত্যার ঘটনায় ওই অঞ্চলে বাস করা বাংলাভাষীরা জড়িত বলে অভিযোগ। বাংলাভাষী সূত্রে এদের বলা হচ্ছে ‘বাংলাদেশি’ একাধিক সামাজিক মাধ্যমেই ওই সম্পর্কিত কিছু ছবি পোস্ট হওয়ার পর ওই ঘটনার তদন্তে নেমেছে দেশটির একাধিক বৈদ্যুতিক গণমাধ্যম। সামাজিক মাধ্যমের বরাত দিয়ে দেশটির সর্বভারতীয় হিন্দি নিউজ চ্যানেল এবিপি নিউজ জানিয়েছে ‘দন্ত চিকিৎসককে হত্যার ঘটনায় ৩৫ জন বাংলাদেশি নাগরিক জড়িত। এবিপি জানিয়েছে নারাংকে হত্যার ঘটনায় যারা জড়িত সন্দেহে আটক নয়জনের মধ্যে পাঁচজন হিন্দু, বাকিরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের মুরাদাবাদে বসবাসকারী বাংলাভাষী’। বুধবার ইডেনে বাংলাদেশ-ভারত ম্যাচের পর নিজের ছেলের অনুরোধে বাসার বাইরে এসে ক্রিকেট খেলে দন্ত চিকিৎসক পঙ্কজ। ক্রিকেট খেলতে খেলতেই বল গিয়ে লাগে পাশের রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাওয়া নাসের নামে এক ব্যক্তির গায়ে। এরপরই চিকিৎসক পরিবারের সঙ্গে বচসা বাধে নাসেরের। নাসের নিজের বাইকটি ঘটনাস্থলেই ফেলে রেখে যায়। এর প্রায় ঘণ্টাখানেক পর দশ-বারো জন লোককে সঙ্গে নিয়ে এসে নাসের ওই চিকিৎসকের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘর থেকে নারাংকে বাইরে টেনে এনে ক্রিকেট ব্যাট, হকিস্টিক ও লোহার রড দিয়ে পেটানো হয় বলেও অভিযোগ ওঠে।

 সে সময় স্থানীয় বাসিন্দারা দুর্বৃত্তদের হাত থেকে চিকিৎসককে বাঁচাতে গেলে তারাও প্রহূত হন। এই ঘটনার বেশ কিছুক্ষণ পর রাত সাড়ে বারোটা নাগাদ ঘটনাস্থলে আসে পুলিশ। গুরুতর আহত চিকিৎসক পঙ্কজ নারাংকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে গেলেও পরে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ প্রাপ্তবয়স্ক ও চার নাবালককে আটক করে পুলিশ।

সর্বশেষ খবর