মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন

বিভিন্ন স্থানে ভাঙচুর সংঘর্ষ পুলিশের গুলি

প্রতিদিন ডেস্ক

আগামী ৩১ মার্চ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপকে সামনে রেখে বিভিন্ন স্থানে ভাঙচুর, সংঘর্ষসহ হাঙ্গামার আরও খবর পাওয়া গেছে। ভাঙচুর ঠেকাতে মাদারীপুরে পুলিশ ফাঁকা গুলি চালিয়েছে এবং নিরাপত্তার অভাবে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ— মাদারীপুর : রবিবার রাতে মাদারীপুর সদরের রাস্তি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর  সমর্থকদের ওপর হামলা চালিয়ে ৮ জনকে আহত করেছে। একই রাতে ছিলারচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌফিক আকনের লোকজনের ওপর বিদ্রোহী প্রার্থী বাবুল সরদারের লোকজন হামলা চালিয়ে দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। পুলিশ এ সময় ৮ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিশোরগঞ্জ : বাজিতপুরের হালিমপুর ইউনিয়নে রবিবার আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।  মুন্সীগঞ্জ : শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে প্রাণনাশের হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর দফায় দফায় হামলা ও তাদের মারধর করার অভিযোগও তোলা হয়েছে। গতকাল সকালে কোলাপাড়া ইউপির বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. কামরুজ্জামান পলাশ এ অভিযোগ করেন। কুষ্টিয়া : নিরাপত্তার অভাবের কথা বলে গতকাল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিএনপি মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তারাগুনিয়া বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন হোগলবাড়িয়া ইউনিয়নের প্রার্থী বিল্লাল হোসেন ও পিয়ারপুর ইউনিয়নের প্রার্থী জহুরুল করীম বিশ্বাস। তারা দাবি করেন, এমপির ভাই টোকেন চৌধুরী ও ভাতিজা লোটন চৌধুরী দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন— বিএনপির কোনো লোক ভোট কেন্দ্রে যেতে পারবে না। গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নে উজ্জ্বল রায় (৪০) নামে এক মেম্বার প্রার্থী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সোয়া ৯টার দিকে চরকলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর