মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দাগনভূঞার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ারুল আজিমকে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্যাতন ও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দাগনভূঞার দক্ষিণ চণ্ডীপুরের লমী জমাদার বাড়ির নিলুফা আক্তার। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রবিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। নিলুফা আক্তার বলেন, ভাসুর নাসির উদ্দিন তার ছেলেকে ওমানে পাঠাতে প্রতারিত হয়ে ভুয়া ভিসা প্রদানকারী আবদুস সাত্তার গংদের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানায় মামলা করেন। মামলা নম্বর-২৩, তারিখ ১৩ নভেম্বর ২০১২। ভিসা অর্থ লেনদেনের স্ট্যাম্পে প্রধান সাক্ষী তার স্বামী রফিক আহমদ। মামলার পর থেকেই সন্ত্রাসীরা তার স্বামী ও ভাসুরকে হত্যার হুমকি দিয়ে আসছে। নিরুপায় হয়ে দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিলুফা আক্তার বলেন, মামলা হওয়ার পর থেকে ওসি আনোয়ারুল আজিম শত্রুপক্ষ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকেন। ওসি আনোয়ারুল আজিমের গ্রামের বাড়ি পাশের কবিরহাট উপজেলায়। সরকারি চাকরি করা সত্ত্বেও সেখানে তিনি একটি গুণ্ডা বাহিনী গঠন করে যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন।

২০১৪ সালের ১৭ জুন আনোয়ারুল আজিমের গুণ্ডা বাহিনী তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। নিলুফা বলেন, মিথ্যা মামলায় আরও অধিক হয়রানি হওয়ার ভয়ে স্বামী-সন্তান নিয়ে দুই বছর ধরে তারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, এডিশনাল আইজির সহায়তা চেয়েও কোনো প্রতিকার পাননি। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর