মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

জনকণ্ঠ সম্পাদককে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ভবনের নকশা জালিয়াতির মামলায় জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে মাসুদের সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদককে আপিলের অনুমতি দেওয়া হয়েছে। দুদকের লিভ টু আপিল মঞ্জুর করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। দুদকের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আতিকউল্লাহ খান মাসুদের পক্ষে ছিলেন এস এম আবদুল মবিন। রাজউক কর্মকর্তাদের সহায়তায় নকশা জালিয়াতি করে ভবন নির্মাণের অভিযোগে গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দুদক ২০০৭ সালে মোট পাঁচটি মামলা করে। এসব মামলায় তাকে মোট ৩৫ বছরের কারাদণ্ড এবং ১৬ কোটি টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত। এ ছাড়া জ্ঞাত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় ২০০৮ সালে তাকে দেওয়া হয় ১৩ বছর কারাদণ্ড। ওই বছরের ৩০ সেপ্টেম্বর নকশা জালিয়াতির এ মামলাটি করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, আতিকউল্লাহ খান মাসুদ মালিবাগ ডিআইটি রোডে একটি ১৫তলা ভবন নির্মাণের জন্য ১৯৯৯ সালের ১৯ এপ্রিল রাজউকের কাছে আবেদন করেন। ২৩ মে রাজউকের অথরাইজড অফিসার এ টি এম কামরুজ্জামান নিজেই স্বাক্ষর করে একটি ভুয়া নকশা তৈরি করেন। ওই নকশা ও অনুমোদন দেখিয়ে মাসুদ ফ্ল্যাট বিক্রির নামে ১৭ জনের কাছ থেকে এক কোটি ২২ লাখ ৪৪ হাজার টাকা  নেন বলে অভিযোগ করা হয় মামলায়। পরের বছর ১৪ মে সংসদ ভবনে বসানো বিশেষ জজ আদালত-২ মাসুদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলার অপর আসামি রাজউকের অথরাইজড অফিসার কামরুজ্জামান খানকেও একই সাজা দেওয়া হয়। আতিকউল্লাহ খান মাসুদ আপিল করলে ২০১২ সালে হাইকোর্ট সাজার রায় বাতিল করে তাকে খালাস দেন। ওই রায়ের বিরুদ্ধে দুদক ২০১৪ সালে লিভ টু আপিল করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর