মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মিনার মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

মিনার মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ

নব্বই দশকের বহুল প্রচারিত সাপ্তাহিক বিচিন্তা সম্পাদক মিনার মাহমুদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৭ সালে তার সম্পাদিত সাপ্তাহিক বিচিন্তায় তত্কালীন সামরিক শাসনবিরোধী ভূমিকার জন্য তাকে ১৯৮৮ সালে গ্রেফতার করা হয় ও সামরিক শাসক বিচিন্তা বন্ধ করে দেয়। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি পুনরায় বিচিন্তা প্রকাশ করেন। কিন্তু কিছুদিন পর পত্রিকাটি বন্ধ করে দিয়ে আমেরিকা পাড়ি জমান সম্পাদক। দীর্ঘকাল পর ২০১১ সালে দেশে ফিরে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেন। এ ছাড়া বিচিন্তা পুনঃ প্রকাশ করেন। ২০১২ সালের ২৯ মার্চ আত্মহননের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নেন মেধাবী এই সম্পাদক। মিনার মাহমুদের সতীর্থরা আজ ঢাকা ও গাজীপুরে পৃথক স্মরণসভায় মিলিত হবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর