মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত উপকূলীয় জাহাজ চলাচল শুরু

কলকাতা প্রতিনিধি

প্রথমবারের মতো ভারত থেকে সরাসরি বাংলাদেশের উদ্দেশে উপকূলীয় জাহাজ সোমবার থেকে চলাচল শুরু হলো। দুই দেশের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির অংশ হিসেবে এদিন অন্ধ্রপ্রদেশের কৃষ্ণাপত্তানম সমুদ্রবন্দর থেকে নিপা পরিবহনের ‘এমভি হারবার-১’ পণ্যবাহী জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। কৃষ্ণাপত্তানম পোর্ট কোম্পানি লিমিটেড (কেপিসিএল)-এর ডিরেক্টর এবং সিইও অনিল ইয়েন্ডলুরি জানান, ‘আগে ভারত থেকে পণ্যবাহী জাহাজ কলম্বো কিংবা সিঙ্গাপুর দিয়ে ঘুরে যেত। কিন্তু এখন থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে পণ্য পরিবহন করতে পারবে। একইভাবে বাংলাদেশের পণ্যবাহী জাহাজও ভারতের বন্দরগুলোতে সরাসরি পণ্য নিয়ে যেতে পারবে।

সময় দুই থেকে ৫ দিন কমে যাবে, পরিবহনের খরচও কম হবে’।

কেপিসিএলের এমডি চিন্তা শশীধর জানিয়েছেন, ‘দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালু হওয়ার ফলে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সীমান্ত পয়েন্টে জট সমস্যা, পরিবহনের সময় ও খরচ উভয়ই কমবে’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর