শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রকাশ্যে সিল সংঘর্ষ গুলির মধ্যে কুষ্টিয়ায় ভোট

কুষ্টিয়া প্রতিনিধি

ঘড়ির কাঁটা তখন বেলা ১২টার ঘর ছুঁই ছুঁই। দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ১ নম্বর কক্ষের কাছাকাছি পৌঁছতেই কানে ভেসে এলো ধুপ ধাপ শব্দ। কক্ষের দরজার কাছে গিয়ে উঁকি মারতেই চোখে পড়ল পোলিং অফিসারের সামনেই বেঞ্চের ওপর ব্যালট রেখে নৌকা প্রতীকে সিল মারছেন তিনজন। সাংবাদিক দেখেই দৌড়ে পালালেন তারা।  খোঁজ নিয়ে জানা যায়, তারা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাঈদ আনসারী বিপ্লবের সমর্থক। ইউনিয়নের কালিদাসপুর, লালনগর ও ছাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে একই চিত্র চোখে পড়ে। এসব কেন্দ্রের বাইরে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও ভিতরে চলছিল নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার মহোৎসব। এমন কারচুপি সংঘর্ষ, গুলি ও হামলার মধ্য দিয়ে দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার ২০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়েছে। তবে দু-একটি ইউনিয়নে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়। এসব ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। ব্যাপক কারচুপির অভিযোগ এনে দৌলতপুরের ১৪ ইউনিয়নে নতুন করে নির্বাচন দাবি করেছে বিএনপি। দৌলতপুরের পিয়ারপুর ইউনিয়নের আল্লারদর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ প্রার্থী আবু ইউসুফ লালুর সমর্থকরা বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের সমর্থকদের সংঘর্ষ বাধে।

এ সময় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। এ সময় চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ লালুর সমর্থকরা ব্যালট বাক্স ছিনতাই করতে গেলে পুলিশ ৪ রাউন্ড গুলি বর্ষণ করে। এদিকে, সকালে ভোট গ্রহণ শুরুর পর পরই দৌলতপুর উপজেলার আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন চারজন। সেখানে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বেলা ৩টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজা আহমেদ বাচ্চু তার বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে ভোট গ্রহণে ব্যাপক কারচুপির অভিযোগ এনে উপজেলার ১৪টি ইউনিয়নেই নতুন করে নির্বাচন দাবি করেন। একই অভিযোগে বেলা ১১টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন খলিসাকুণ্ডি ইউনিয়ন জাসদের চেয়ারম্যান প্রার্থী সাবের আলী।

সর্বশেষ খবর