শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নিজামীর সঙ্গে দেখা করেছেন ছেলেসহ আইনজীবী

গাজীপুর প্রতিনিধি

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যু পরোয়ানাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে গতকাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার ছেলে ও এক আইনজীবী দেখা করেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সুপার প্রশান্তকুমার বণিক জানান, দুপুর সোয়া ১টার দিকে নিজামীর রিভিউর ব্যাপারে কথা বলার অনুমতি চেয়ে লিখিত আবেদন নিয়ে তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন ওরফে নাজিবুর রহমান ও আইনজীবী মতিউর রহমান আকন্দ কারাগারে আসেন।

পরে আনুষ্ঠানিকতা শেষে তাদের দুপুর দেড়টায় নিজামীর সঙ্গে কথা বলার ব্যবস্থা করা হয়। তারা কারাগারের একটি কক্ষে সাক্ষাৎ করেন এবং প্রায় আধা ঘণ্টা কথা বলেন। এরপর ২টা ১০ মিনিটে তারা কারাগার থেকে বের হন এবং কারাচত্বর ত্যাগ করেন।

প্রসঙ্গত, ৩ এপ্রিল আদালতে নিজামীর লিভ পিটিশনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে ১৬ ও ২৪ মার্চ দুই দফা ছেলে নাজিবসহ তিন আইনজীবী এবং পরিবারের সদস্যরা নিজামীর সঙ্গে দেখা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর