শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জামিন পেলেন মির্জা আব্বাস মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেওয়া হাইকোর্টের জামিনের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে মির্জা আব্বাসের কারামুক্তিতে কোনো আইনি বাধা নেই বলে তার আইনজীবীরা জানিয়েছেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। এর আগে ২১ মার্চ মির্জা আব্বাসের জামিনের ওপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিলের অনুমতি দেন আপিল বিভাগ।

এর আগে ১৪ মার্চও আপিল বিভাগ তার জামিন এক সপ্তাহ স্থগিত করেন। ১০ মার্চ চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ৯ মার্চ হাইকোর্টের আদেশে তিনি জামিন পান। মির্জা আব্বাস গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী থাকাকালে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় দুদক এ মামলা করে। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর