বুধবার, ৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ

নিজস্ব প্রতিবেদক

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল সকাল ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে করে ঢাকা ছাড়েন তিনি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী হাসনা জসীমউদদীন মওদুদ। মওদুদ আহমদের রোগমুক্তি লাভে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, স্যার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লসতোর অধীনে চিকিৎসা নেবেন। অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরাই তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন। বেশ কিছু দিন আগে থেকে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মওদুদ আহমদ।

 বৃহস্পতিবার তিনি বুকে ব্যথা অনুভব করলে গুলশানের বাসা থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এরপর ৪ এপ্রিল তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গুলশানের বাসায় নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর