বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
ইউপি নির্বাচন

বিভিন্ন স্থানে আরও হামলা ভাঙচুর

প্রতিদিন ডেস্ক

আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সামনে রেখে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, হাঙ্গামা চলছেই। গতকালও কয়েকটি স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— নোয়াখালী : সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহম্মদ চৌধুরীর বাড়িতে মঙ্গলবার গভীর রাতে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল বিক্ষোভ সমাবেশ করেছেন। রাজবাড়ী : পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে গতকাল সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজমল আল বাহারের সমর্থকদের শোভাযাত্রায় বঞ্চিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুস সোবহানের সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়া : মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে কালেক্টরেট চত্বরের পাশে অবস্থিত জেলা নির্বাচন অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার আলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বিশ্বাস ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিরাজুল হক সিরাজ কয়েকশ সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। আখতারুজ্জামান বিশ্বাস মোটরসাইকেলবহর নিয়ে জেলা নির্বাচন অফিসের দিকে আসার সময় হঠাৎ করেই তার গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শেষে দুই চেয়ারম্যান প্রার্থীকে কোর্ট ওসির চেম্বারে ডেকে আনা হয়। এ সময় সেখানে দুই চেয়ারম্যান প্রার্থী একে অন্যের দিকে রুখে যান। ওসির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মাগুরা : ২৩ এপ্রিল অনুষ্ঠেয় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের বিএনপির প্রার্থী এনামুল হক পান্নু ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৩টায় শ্রীপুরের তখলপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ফরিদপুর : ফরিদপুরের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলের ত্যাগী ও পরীক্ষিত ব্যক্তিদের বাদ দিয়ে বিএনপি-জামায়াত ঘরানার ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কারণে ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দিনাজপুর : চলমান ইউপি নির্বাচনে কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন, লুটপাট-অত্যাচার, ভাঙচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা।

গতকাল বেলা ১১টার দিকে কাহারোল বাজার আমতলা মোড়ে কাহারোল পূজা উদ্যাপন পরিষদ ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

সর্বশেষ খবর