বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
মার্কিন নির্বাচন

উইসকনসিনে হারলেন হিলারি ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ উইসকনসিন অঙ্গরাজ্যের প্রাইমারিতে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প দুজনেই হেরেছেন। মঙ্গলবারের এই ভোটে ট্রাম্পকে হারিয়েছেন টেড ক্রুজ। আর হিলারি হেরেছেন বার্নি স্যান্ডার্সের কাছে।  তবে বিশ্লেষকরা বলছেন, জুলাই মাসে অনুষ্ঠিতব্য রিপাবলিকান দলের কনভেনশনের আগে দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ডেলিগেট সমর্থন আদায় করতে উইসকনসিন প্রাইমারিতে জয় পাওয়াটা দরকার ছিল  ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু তাকে হারিয়ে দলটির মনোনয়ন দৌড় জমিয়ে তুলেছেন প্রতিদ্বন্দ্বী  ক্রুজ। রিপাবলিকান পার্টির মূল অংশ নিউ ইয়র্কের বিতর্কিত ধনকুবের ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার বিরোধী। ট্রাম্পকে থামাতে কার্যত লড়াই করছেন তারা; কিন্তু বিভিন্ন বিতর্ক উস্কে দিয়ে রিপাবলিকান নেতাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে ক্যারিশম্যাটিক ট্রাম্প একের পর এক অঙ্গরাজ্যে জয় পেয়ে দলের নেতাদের কপালের ভাঁজ গভীর করে তুলছিলেন। তাই ক্রুজের এই জয়ে কিছুটা হলেও স্বস্তি পাবেন তারা। অপরদিকে ডেমোক্রেট দলের এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন বার্নি স্যান্ডার্সের কাছে হারার পর দুজনের ডেলিগেট ব্যবধান কমার পাশাপাশি স্যান্ডার্স শিবিরের উদ্দীপনাও আরও বেড়েছে। চলতি বছরের ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এতে রিপাবলিকান দলের প্রার্থী হতে মনোনয়ন প্রত্যাশীকে ১ হাজার ২৩৭ ডেলিগেট সমর্থন পেতে হবে। এ পর্যন্ত ৭৩৭ ডেলিগেট সমর্থন পাওয়া ট্রাম্পের মনোনয়ন পেতে আরও ৫০০  ডেলিগেট সমর্থন দরকার। অপরদিকে এ পর্যন্ত ৪৮১  ডেলিগেট সমর্থন পেয়ে ক্রুজ অনেকটা পিছিয়ে আছেন। বিবিসি।

সর্বশেষ খবর