বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জাল দলিলে বাড়ি দখলের অভিযোগে দুদকের মামলা

অভিযোগ ভিত্তিহীন: ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রাজধানীর ধানমন্ডি-২ নম্বরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর সম্পত্তি জাল দলিলে আত্মসাতের অভিযোগে দুদক মামলাটি করেছে। গতকাল দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুদকের উপপরিচালক জুলফিকার আলী মামলা করেন (মামলা নং-৭)। মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী আলেয়া মোহাম্মদ আলীর নামে বরাদ্দ ধানমন্ডির একটি বাড়ি কাজী ফিরোজ ভুয়া কাগজপত্রের মাধ্যমে দখল করেছেন বলে মোহাম্মদ আলীর পরিবার দুদকে সুনির্দিষ্ট অভিযোগ করে। এদিকে কাজী ফিরোজ রশীদ দাবি করেন মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বানোয়াট। তার ভাবমূর্তি হেয় করার গভীর ষড়যন্ত্র। কাজী ফিরোজ রশীদ এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন এ বাড়িটি বেদখল ছিল। ১৯৭৯ সালে মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী আমার সহযোগিতায় সে বাড়ি উদ্ধার করে তিনি আমার নামে বায়না রেজিস্ট্রি করেন। সে কাগজপত্রও আমার কাছে আছে। যা আমি ইতিপূর্বে দুদকে সাবমিট করেছি। কোর্টের রায় এবং ডিগ্রি আমার পক্ষে এসেছে। যা এখনো বহাল রয়েছে। তিনি বলেন, একটি দেওয়ানি মামলা হাইকোর্টে চলমান। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। বরং যারা জাল দলিলের মাধ্যমে বাড়িটি আত্মসাৎ করতে চেয়েছিল এবং সুপ্রিমকোর্টেও যারা হেরে গেছে দুদক তাদেরকেই সুকৌশলে এ মামলা থেকে অব্যাহতি দিয়েছে। তাছাড়া আমি কখনো এ বাড়ির ভাড়াটিয়া ছিলাম না। আমি কোর্টের বৈধ রায়েই এ বাড়িতে আছি। কাজী ফিরোজ বলেন, আইন সবার জন্যই সমান। এসব অবৈধ কর্মকাণ্ডের জন্য তাদেরও একদিন আইনের আওতায় আসতে হবে।

সর্বশেষ খবর