রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এদেশে মানুষের মূল্য সবচেয়ে কম : এরশাদ

মানিকগঞ্জ প্রতিনিধি

এদেশে মানুষের মূল্য সবচেয়ে কম, যখন তখন মানুষ গুম-খুন হচ্ছে। পত্রিকা খুললেই দেখা যায় গোলাগুলিতে মানুষ নিহত। সাধারণ মানুষের কাছে তো বন্দুক-গুলি নেই তাহলে কোন গুলিতে নিহত হলো। গতকাল দুপুরে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ একথা বলেন। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে এরশাদ বলেন, আমার নয় বছরের শাসনামলে একটি ব্যাংকের টাকাও লুট হয়নি। আর বর্তমানে একের পর এক ব্যাংকের টাকা লুট হয় কিন্তু আসামি ধরা হয় না। কারণ তারা সরকারের আত্মীয়। সাবেক এ রাষ্ট্রপতি বলেন, তনু ধর্ষণের ঘটনায় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। অথচ শোনা গেল তনু ধর্ষিত হয়নি। এস এম আবদুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম রুবেল, এস আর আনছার, ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।

 শেষে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে সাবেক সংসদ সদস্য এস এম আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক  হিসেবে হাসান সাঈদের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর