মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ইটভাটার গরম ধোঁয়ায় ফসল পুড়ে ছাই

সিরাজগঞ্জ প্রতিনিধি

অপরিকল্পিতভাবে ইটভাটার গরম ধোঁয়া নিঃসরণে সদর উপজেলার শিয়ালকোল ইউপির প্রায় ২৫ একর জমির ধান পুড়ে গেছে। এতে ইউপির জোয়ালভাঙ্গা, ভদ্রঘাট ও বিলগজারিয়া গ্রামের প্রায় অর্ধশত কৃষক চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। শুধু জমির ধানই নয়, গরম ধোঁয়ার কারণে আম-কাঠাল-লিচু গাছেও মুকুল ধরেনি।

বিলগজারিয়া গ্রামের কৃষক আবদুর রাজ্জাকসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ইএন্ডকে ব্রিকস কোম্পানির জিগজ্যাগ ইটভাটা থেকে কয়েকদিন ধরে নিম্নমুখী ধোঁয়া বের হচ্ছে। গরম ধোঁয়ায় তিনটি গ্রামের প্রায় ২৫ একর জমির ধান পুড়ে গেছে। তিন গ্রামের কোনো ফলগাছে মুকুল ধরেনি। কৃষক মুকুল জানান, তার ৭ বিঘা জমির ধান পুড়ে গেছে। বিলগজারিয়ার বিধবা কৃষাণী নুরন্নাহার জানান, ২ বিঘা জমির সব ধান পুড়ে গেছে। সাবিনা ইয়াসমিন জানান, ধোঁয়ার কারণে আম ও লিচু কোনো গাছে মুকুল আসেনি। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গত বছরও ফসল নষ্ট হয়। মালিক ক্ষতিপূরণের আশ্বাস দিলেও তা দেননি। এ অবস্থায় তারা ক্ষতিপূরণের পাশাপাশি দ্রুত ইটভাটা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান, ক্ষতির বিষয়টি পরিদর্শনপূর্বক ইটভাটা মালিকের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। ইএন্ডকে ব্রিকস কোম্পানির স্বত্বাধিকারী ইব্রাহিম খলিল জানান, বাতাস ভারি থাকার কারণে ধোঁয়া নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এ ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত সব কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. ওমর আলী জানান, বসতবাড়ী কিংবা আবাদি জমির পাশে ইটভাটা গড়ে তোলার নিয়ম নেই। এরপরও উপজেলা কৃষি অফিসারকে ক্ষতির পরিমাণ নিরূপণ করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর