মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কেরালা মন্দিরে মৃতের সংখ্যা বেড়ে ১১২

প্রতিদিন ডেস্ক

দক্ষিণ ভারতে কেরালার মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুণ্যার্থীসহ মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় ৪০০ মানুষ। ঘটনাটি নাশকতা বলে মনে করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে। মন্দিরের দুজন ঠিকাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার ভোরে কেরালার কোল্লাম জেলার পরাভুর পুট্টিঙ্গল দেবীর মন্দিরে একটি উৎসব উপলক্ষে বাজি পোড়ানোর আয়োজন করা হয়। এ সময় মন্দিরের পাশে রাখা বিপুল পরিমাণ আতশবাজিতে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, উৎসব উপলক্ষে বাজি পোড়ানো দেখতে প্রায় ১৫ হাজার মানুষ মন্দির এলাকায় জড়ো হন। গভীর রাতে বাজি পোড়ানো শুরু হলে বাজি মজুদে আগুন লাগে। তাতেই ওই হতাহতের ঘটনা ঘটে। কেরালার বিধানসভা তাত্ক্ষণিকভাবে মৃত ব্যক্তিদের পরিবার প্রতি ১০ লাখ এবং আহত ব্যক্তিদের পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মৃত ব্যক্তিদের জন্য দুই লাখ এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর