মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বরিশাল মেডিকেলে আগুন আতঙ্কে শত শত রোগীর দিগ্বিদিক ছোটাছুটি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগুন আতঙ্কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে নিচে নেমে এসেছিল কয়েকশ’ রোগী এবং তাদের স্বজনরা। আগুন না দেখেই আতঙ্কে সকলে দৌড়ে নিচে নেমে আসার ঘটনায় গতকাল দুপুর ১টায় মেডিকেল কলেজ এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেলেও এর আগেই শিশু ওয়ার্ডের এক চিকিৎসকের কক্ষের কলিং বেলের ক্যাবলের আগুন নিয়ন্ত্রণ করেন ওয়ার্ড বয় আবদুল সালাম। হাসপাতাল পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে দোতলায় শিশু ওয়ার্ডের বাইরে ডা. অসীম কুমার সাহার কক্ষের কলিং বেলের ক্যাবলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। আগুনের কথা শুনে রোগীর স্বজনরা শিশু রোগীদের কোলে নিয়ে দিগ্বিদিক ছোটাছুটি করে নিচে নেমে যায়। গুজব পুরো হাসপাতালে ছড়িয়ে পড়লে প্রায় সবকটি ওয়ার্ড থেকে শ’ শ’ রোগী এবং তাদের বেশির ভাগ স্বজন দ্রুত নিচে নেমে আসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই ওয়ার্ড বয় আবদুল সালাম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি বলেন, রোগী ও তার স্বজনদের সতর্ক থাকা ভালো, তবে গুজবে কান দেওয়া উচিত নয়।

সর্বশেষ খবর