মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দুজনকে গ্রেফতার করল দুদক

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় রাজউকের প্রকল্প পরিচালক এস এম শফিকুর রহমান ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আবু আশরাফ সিদ্দিকিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলামের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। দুদক সচিব আবু মো. মোস্তাফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ২০১৫ সালের জুলাই মাসে চেক জালিয়াতির মাধ্যমে ৮১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়। ফেরদৌস কবির নামের এক ব্যবসায়ী গুলশান থানায় এ মামলা করেন। ওই মামলায় তদন্তের স্বার্থে শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে গাড়ির ভুয়া লাইসেন্স দেওয়া ও লাইসেন্স ফি সরকারি কোষাগারে জমা না দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে আশরাফ সিদ্দিকির বিরুদ্ধে কক্সবাজার থানায় পাঁচটি মামলা করা হয়। এসব মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর