মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সাভারে গার্মেন্ট মালিককে গুলি করে টাকা ছিনতাই

সাভার প্রতিনিধি

সাভারে প্রকাশ্য দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে এক পোশাক কারখানার মালিকের পায়ে গুলি করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হ্যাভেন ফ্যাশন লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক শওকত মাহমুদকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকালে সাভারের হেমায়েতপুর এলাকার হ্যাভেন ফ্যাশন লিমিটেড নামক তৈরি পোশাক কারখানা থেকে নিজস্ব প্রাইভেট কারযোগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শওকত মাহমুদ বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পরে তিনি রাজধানীর মিরপুরে ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে ২৭ লাখ টাকা তুলে দুটি ব্যাগে করে সাভারের পোশাক কারখানার উদ্দেশ্যে রওনা দেন। বিকাল সোয়া ৫টার দিকে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়ারপুর এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত মহাসড়কের উপর পাথর ফেলে তার গাড়ির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা পোশাক কারখানার মালিকের পায়ে গুলি করে তার সঙ্গে থাকা দুটি ব্যাগের মধ্যে একটি ব্যাগ ছিনিয়ে নেয়। যাতে ১২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত লুণ্ঠিত টাকা উদ্ধার বা ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

সর্বশেষ খবর