মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

পুলিশের জন্য ভারত থেকে আনা হলো ১৪ ঘোড়া

বেনাপোল প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের জন্য ভারত থেকে ১৪টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল হয়ে এ ঘোড়াগুলো আনা হয়। পুলিশের প্রশিক্ষণ কাজে এগুলো ব্যবহার করা হবে বলে জানা গেছে। বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ঢাকার এফএস ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান এ ঘোড়াগুলোর আমদানিকারক। ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৪৯ হাজার ১০০ মার্কিন ডলার। এ জন্য রাজস্ব পরিশোধ করতে হয়েছে ১২ লাখ ১১ হাজার ১০৭ টাকা। আমদানিকারক প্রতিষ্ঠান এফএস ট্রেডার্সের ম্যানেজার ইনামুল হোসেন জানান, টেন্ডারের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান এসব ঘোড়া ভারত থেকে আমদানি করে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে সরবরাহ করবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান,  ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

সর্বশেষ খবর