মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ছায়ানট গাইবে মানবতার গান

সাংস্কৃতিক প্রতিবেদক

বরাবরের মতো এবারও রমনার বটমূলে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৩ কে বরণ করবে ছায়ানট। প্রায় ১৫০ শিল্পীর অংশগ্রহণে এ অনুষ্ঠান শুরু হবে পয়লা বৈশাখ সকাল সোয়া ছয়টায়। শিল্পীরা গাইবে মানবতার গান। এবারের আয়োজনে থাকছে ১৫টি একক গান, ১২টি সম্মেলক গান, ৩টি আবৃত্তি ও পাঠ। সন্জীদা খাতুনের বক্তব্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হবে সকাল সাড়ে ৮টায়। ছায়ানটের শিল্পী-কর্মীদের জন্য বটমূল সংলগ্ন নির্দিষ্ট সামান্য কিছু জায়গা ছাড়া গোটা অঙ্গনই থাকছে সবার জন্য উন্মুক্ত। এবারও অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর