মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

২৬ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে ‘মানুষ মানুষের জন্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সম্মাননা পাওয়াদের মধ্যে আছেন ১২ জন জীবদ্দশায়, ৯ জন মরণোত্তর ও ৫ জন মুক্তিযোদ্ধা সংগঠক। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন সংসদ সদস্য কাজী রোজী। সম্মাননাপ্রাপ্তরা হলেন জীবদ্দশায়— মো. সোহরাব, শংকর মজুমদার, মো. সিরাজুল ইসলাম, আবদুল খালেক, এস এম ইয়াসিন, আবু বকর সিদ্দিক, মীর আশরাফ হোসেন কানু, এস এম লাইকউজ্জামান, আওলাদ হোসেন, ইস াফিল মোহাম্মদ আশরাফ, ওয়াকিল উদ্দিন ও সাদেক সিদ্দিকী। মরণোত্তর— মেজবাহুর রহমান, মীর রমজান আলী, গাজী রফিকুর রহমান, হেদায়তুল ইসলাম কাজল, মিজানুর রহমান, আবুল হোসেন, আওলাদ হোসেন টুকু, আবদুল লতিফ হাওলাদার ও মো. সেলিম খান। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংগঠকরা— মো. লিয়াকত হোসেন, মো. জাকির হোসেন খান, গাজী আবু সাইয়িদ, গাজী আবদুর রউফ ও এ কে এম জাহাঙ্গীর খান।

অনুষ্ঠানে কাজী রোজী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের কাছে আমানত, এর খেয়ানত করা যাবে না। শুধু মুক্তিযোদ্ধা নয়, সব মানুষের জন্য কাজ করতে হবে।

সর্বশেষ খবর