মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বাঁশখালীর ঘটনায় বিএনপি জামায়াতের ইন্ধন ছিল

--------- ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুেকন্দ্র নির্মাণ নিয়ে বাঁশখালীর ঘটনায় বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধন ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বাঁশখালীর ঘটনা ও ঘটনা-পরবর্তী ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন ফয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক এম এ করিম ও ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ।

ড. হাছান মাহমুদ বলেন, বাঁশখালীর ঘটনায় মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে উত্তেজিত ও আতঙ্ক তৈরি করা হয়েছে। প্রশাসনের বিপরীতে তাদের দাঁড় করানোর কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার পেছনে বিএনপি-জামায়াত নেতাদের প্রত্যক্ষ ইন্ধন ছিল। এতে যারা গরম বক্তব্য দিয়েছে, তারা বিএনপি-জামায়াতের নেতা বলে তিনি দাবি করেন। তিনি বলেন, পরিবেশ সম্পর্কে ধারণা নেই এমন অনেকেই পরিবেশ রক্ষার স্লোগান দিয়ে বাঁশখালীতে গিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন। দেশের কোনো উন্নয়ন হতে গেলে একটি দল নেমে পড়ে পরিবেশের ক্ষতি হবে বলে বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে। যারা এসব করে তারা দেশের উন্নয়ন চায় না। তারা উন্নয়নের শত্রু।

সর্বশেষ খবর