মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জাতীয়করণ হলো সাত কলেজ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে সাতটি বেসরকারি কলেজকে সরকারি হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল এ আদেশ জারি করা হয়। কলেজগুলো হলো— মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর ডিগ্রি কলেজ, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ, রাজধানীর পল্লবীর বঙ্গবন্ধু কলেজ, খুলনার কয়রা উপজেলার কয়রা মহিলা কলেজ, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর কলেজ, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ এবং একই জেলার আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিটি উপজেলায় একটি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এসব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর