বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

একরাম হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু  হয়েছে। গতকাল দুপুরে দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে এ মামলার বাদি একরামের বড় ভাই রেজাউল হক জসিম সাক্ষ্য দিয়েছেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা হত্যার বিষয়ে বাদি রেজাউল হক জসিমকে জেরা করেন। আজ পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। জজ কোর্টের সরকারি পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহম্মদ জানান, দুপুরে এ হত্যা মামলার গ্রেফতার ৪৪ আসামির মধ্যে ৪৩ জনকে আদালতে উপস্থিত করা হয়। এ মামলার প্রধান আসামি বিএনপির নেতা মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার অনুপস্থিত থাকলেও তার পক্ষে হাইকোর্টের এক সিনিয়র আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। মামলার চার্জশিটে ৫৬ জন আসামির নাম থাকলেও গ্রেফতার হয়েছেন ৪৪ জন। তাদের মধ্যে ৪ জন আসামি জামিনে রয়েছেন। পলাতক রয়েছেন ১২ জন।

সর্বশেষ খবর