বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এবার বিএমডব্লিউ গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী এলাকা থেকে একটি বিলাশবহুল ‘বিএমডব্লিউ’ মডেলের গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল বিকালে বনানী এফ ব্লকের ৩ নম্বর সড়কের একটি বাড়ি থেকে গাড়িটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। গাড়িটির মালিক মহাখালীর একটি বহুতল ভবনের মালিক এবং ঠিকাদার জাহিদ আহমেদ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বলেন, জাহিদ হোসেন নামে এক ব্যবসায়ী বিএমডব্লিউ এক্স পাঁচ মডেলের কালো রঙের এই গাড়িটি ব্যবহার করছিলেন। ২০০৩ সালে এটি তৈরি। ইংল্যান্ড থেকে গাড়িটি বাংলাদেশে আনা হয়। তদন্ত করে দেখা গেছে যে, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো ঘ ১৩-১৯৫৭), ফিটনেস সার্টিফিকেট, ব্লু-বুকসহ আনুষঙ্গিক সব কাগজ ভুয়া। তবে রেজিস্ট্রেশনের জন্য দেওয়া ট্যাক্স টোকেনটি অরিজিনাল।

মইনুল বলেন, সিলেটের জাফর আহমেদ নামের এক ব্যক্তির কাছ থেকে তিন বছর আগে চুক্তির মাধ্যমে গাড়িটি কিনেছিলেন জাহিদ। প্রায় তিন কোটি টাকার কর ফাঁকি দিয়ে গাড়িটি কেনেন তিনি। করসহ গাড়িটির মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। জাহিদ হোসেনকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। জাফর আহমেদ খানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। বিষয়টি আমরা নিজেরাই তদন্ত করব। এ জন্য দুটি টিম গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, কর ফাঁকি ও রেজিস্ট্রেশন না থাকার কারণে সম্প্রতি বিএমডব্লিউসহ ১০টি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

সর্বশেষ খবর