বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

তৃতীয় ধাপে ৯ পৌরসভায় ভোট ২৫ মে

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ মে তৃতীয় ধাপে ৯ পৌরসভায় ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী এসব পৌরসভায় মনোনয়নপত্র জমার শেষ দিন ২৮ এপ্রিল, যাচাই-বাছাই ২ মে, প্রত্যাহারের শেষ দিন ৯ মে ও ভোট গ্রহণ করা হবে ২৫ মে। গতকাল জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

পৌরসভাগুলো হলো— নরসিংদীর ঘোড়াশাল, রায়পুরা; লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর; ব্রাহ্মণবাড়িয়ার কসবা; নোয়াখালীর নোয়াখালী, সেনবাগ; ফেনীর ছাগলনাইয়া; কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড়। দলভিত্তিক প্রথমবারের মতো স্থানীয় সরকারের ভোট হচ্ছে পৌরসভায়। দেশের ৩২৩ পৌরসভার মধ্যে ৩০ ডিসেম্বর ২৩৩ পৌরসভায় ভোট গ্রহণ করা হয়। স্থগিত একটি পৌরসভায় পুনরায় ভোট হয়েছে ১২ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ২০ মার্চ আরও ১০টিতে ভোট হয়। তৃতীয় পর্বে ৯ পৌরসভায় ভোট হবে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার কর্মকর্তারা জানান, নির্বাচন উপযোগী আরও ৪০ পৌরসভার একটি তালিকা করা হয়েছে। সীমানা ও মামলা জটিলতায় কিছু পৌরসভার নির্বাচন আটকে রয়েছে। বাধা কেটে গেলে মেয়াদোত্তীর্ণ পৌরসভার ভোটের সময়সূচি দেবে ইসি।

সর্বশেষ খবর