বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জবি ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নরসিংদী জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ও প্রশাসনিক ভবনের সামনে দফায় দফায় এই সংঘর্ষ হয়। এ ঘটনায় দুজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ কমিটির নিজের পছন্দের প্রার্থী বহাল রাখতে ছাত্রলীগের উপ-গ্রুপ জহির রায়হান আগুনের কর্মী রাকিব, ওমর, রিয়াজ, মাহমুদ, রিফাত, হৃদয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কর্মী জুয়েল, মোহাম্মদ আলী, সম্রাট, হিমেলের ওপর হামলা করে। এ সময় উভয়ের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এ ঘটনায় সিরাজ গ্রুপের পাঁচজন কর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় সুমনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় জড়িতদের প্রথমে একটা সমাধান দেওয়া হয়েছিল। তারা বিষয়টি অমান্য করে আবার সংঘর্ষ বাধিয়েছে। তবে আমরা খবর দিয়ে হামলাকারী দুজনকে পুলিশে সোপর্দ করেছি।

সর্বশেষ খবর