সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নৌ-ধর্মঘটের চতুর্থ দিন অতিবাহিত

নিজস্ব প্রতিবেদক

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের দেশজুড়ে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের ফলে গতকাল চতুর্থ দিনের মতো দেশের কোনো নৌ-পথে পণ্যবাহী কার্গো, জাহাজ চলাচল করেনি। নদী বন্দর এবং লঞ্চঘাট থেকে পণ্যবাহী কোনো নৌযানও ছেড়ে যায়নি। এদিকে ধর্মঘট প্রত্যাহার করাতে গত শনিবার বিকাল থেকে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা এবং নৌ-যান মালিকদের নিয়ে প্রায় ৫ ঘণ্টার বৈঠক করলেও কোনো ফল হয়নি। সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক। পরে শ্রম প্রতিমন্ত্রী নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের আজ সোমবার রাত ১০টা পর্যন্ত তাদের সিদ্ধান্ত জানানোর জন্য সময়সীমা বেঁধে দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবারের বৈঠকে মালিক পক্ষ শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ২০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব করেন। কিন্তু নৌযান শ্রমিক নেতারা এই প্রস্তাব নাকচ করে দেন। তাদের দাবি, সর্বনিম্ন মজুরি সাড়ে ৬ হাজার টাকা করতে হবে। শ্রম অধিদফতরের পরিচালক এস এম আশরাফুজ্জামান গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাত ৮টা পর্যন্ত শ্রমিকরা তাকে নতুন কিছু জানাননি।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, শ্রমিক ধর্মঘট অব্যাহত থাকায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌ-বন্দরে অচলাবস্থা বিরাজ করছে। বাঘাবাড়ী বন্দরে কোনো জাহাজ নোঙর করেনি বা কোনো জাহাজ ছেড়ে যায়নি এবং কোনো জাহাজ-কার্গো থেকে সার ও তেল আনলোড হয়নি। জ্বালানি তেল ও সার খালাস না হওয়ায় সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় জ্বালানি তেল এবং সার সরবরাহ কমে গেছে।

সর্বশেষ খবর