সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

পদ্মাসেতু নিয়ে কথার বদলে কাজ বেশি করতে চাই : কাদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এশিয়ার দীর্ঘতম পদ্মাসেতু নিয়ে কম কথা বলে বেশি কাজ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্দেশই দিয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে পদ্মাসেতু নিয়ে কম কথা বলার কথা স্মরণ করে দিয়েছেন। আমাদেরকে শুধু দু্ই মাস পর পর একটা আপডেট দিতে বলেছেন। কাজেই এই বিষয় নিয়ে আমরা কম কথা বলতে চাই, বেশি বেশি কাজ করতে চাই। শুধু এটুকু বলতে চাই, ২০১৮ সালের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হবে। সে লক্ষ্য নিয়েই নির্মাণ কাজ এগিয়ে চলছে।

আমরা এজেন্ডা থেকে একদিনেও পিছিয়ে নেই। এ পর্যন্ত পদ্মাসেতুর ৩৩শতাংশ সামগ্রিক অগ্রগতি হয়েছে। ৯টি পাইলিংয়ের কাজও শেষ হয়েছে। সেতুমন্ত্রীর এই উত্তরদানের সময় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর