বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

শেরেবাংলার ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

শেরেবাংলার ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালি জাতীয়তাবাদের মহান নেতা শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের ২৭ এপ্রিল তার মৃত্যু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। শেরেবাংলা এ কে ফজলুল হকের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ, বিএনপি, শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ, শেরেবাংলা পরিষদ, বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন, ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন। সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও তার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। শেরেবাংলার নাতি এ কে ফাইয়াজুল হক রাজু জানিয়েছেন, ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ মাগরিব বনানীর সি ব্লকে ৩২ নম্বর রোডের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আজ বিকাল সাড়ে তিনটায় আলোচনা সভার আয়োজন করেছে শেরেবাংলা পরিষদ। সকাল সাড়ে ৮টায় তার মাজার প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা আয়োজন করেছে শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলন।

সর্বশেষ খবর