বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আনমাম ইমপ্লিমেন্টেশন রিজিওনাল সেমিনার

‘ইউএন মিলিটারি ইউনিট ম্যানুয়েলস (আনমাম) ইমপ্লিমেন্টেশন রিজিওনাল সেমিনার-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার গতকাল গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (বিপসট) শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী সেমিনার উদ্বোধন করেন। বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল রেজানুর রহমান খানের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সেমিনারে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ,  জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহ ও পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পিসকিপিং প্রশিক্ষণ সেন্টারের প্রতিনিধি, বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস/হাইকমিশন ও ইউএন কান্ট্রি টিমের প্রতিনিধিসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। —আইএসপিআর।

সর্বশেষ খবর