সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা
রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগের জিএমকে বদলি

নিজস্ব প্রতিবেদক

রিজার্ভ চুরির ঘটনার পর এবার সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) কাজী সাইদুর রহমানকে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক পদ থেকে সরিয়ে তাকে রংপুরে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর মহাব্যবস্থাপক আজিজুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার প্রায় তিন মাস পর সংশ্লিষ্ট বিভাগের জিএমকে সরিয়ে দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এটা একটি রুটিন পরিবর্তন। কোনো শাস্তিমূলক ঘটনা হিসেবে জিএমকে পরিবর্তন বা বদলি করা হয়নি। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ লেনদেন করে থাকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ওই বিভাগের মাধ্যমেই পুরো বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেখাশুনা করা হয়। গত ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ থেকে যে পেমেন্ট অর্ডার যায়, সেটাও এই বিভাগের তিনটি কম্পিউটার থেকে গিয়েছিল। যেসব কম্পিউটার থেকে পেমেন্ট অর্ডার গিয়েছিল সেটা হ্যাক করা হয়েছিল, নাকি এখানকার কেউ জড়িত, তা গোয়েন্দা বিভাগ খতিয়ে দেখছে। প্রসঙ্গত, সাইদুর রহমান ২০০৭ সাল থেকে ওই বিভাগের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ওই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে গভর্নরের পদ ছাড়তে হয় আতিউর রহমানকে। একই সঙ্গে দুই ডেপুটি গভর্নরকেও অব্যাহতি দেয় সরকার।

জিএমকে সরিয়ে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেন, এটি একটি রুটিন পরিবর্তন। আমাদের রংপুর অফিসের জিএম পোস্ট বেশ কিছু দিন ধরে খালি ছিল। ওই খালি জায়গা পূরণের জন্যই সাইদুর রহমানকে বদলি করা হয়েছে। রুটিন পরিবর্তন হিসেবে আরও কয়েকটি পদে রদবদল করা হয়েছে।

সর্বশেষ খবর