সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

সমুদ্রে ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

দেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মত্স্য শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গতকাল এই নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, মাছের সুষ্ঠু প্রজনন এবং সামুদ্রিক মত্স্য সম্পদ সংরক্ষণের জন্য বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক এলাকায় এই নিষেধাজ্ঞা থাকবে।  নির্দেশনায় প্রতিবছরের মতো এবারও সামুদ্রিক অর্থনৈতিক জোন এলাকায় সব ধরনের ট্রলারসহ সব প্রজাতির মাছ ও ক্রিস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটলফিসসহ) আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এই ৬৫ দিন বাণিজ্যিক ট্রলার দিয়ে মাছ ধরলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বছর ২০ মে থেকে ২৩ জুলাই বঙ্গোপসাগরে বাংলাদেশের একাচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে প্রথমবারের মতো সব ধরনের বাণিজ্যিক ট্রলার দিয়ে মত্স্য আহরণ নিষিদ্ধ করে সরকার।

সর্বশেষ খবর