বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ে আজ থেকে সীমান্ত সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক (ডিজি) পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ শুরু হচ্ছে। এ সম্মেলন চলবে ১৬ মে পর্যন্ত। ১২ মে সকালে রাজধানীর পিলখানার বিজিবি সদর দফতরে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্মেলনে যোগ দিতে বিএসএফ ডিজি কে কে শর্মার নেতৃত্বে ২১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। সম্মেলনে বিজিবি ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। বিজিবি সূত্র বলছে, সম্মেলনে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি-হত্যা-আহত করা, সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে ফেনসিডিল, অ্যালকোহল, গাঁজা, হেরোইন এবং ভায়াগ্রা-সেনেগ্রা ট্যাবলেটসহ অন্যান্য মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান বন্ধ করাসহ অস্ত্র ও বিস্ফোরক পাচার বন্ধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ এবং উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তার বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া ১১ মে সন্ধ্যায় পিলখানার বীর-উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি-বিএসএফ প্রীতি কাবাডি ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিজিবি ও বিএসএফের ডিজিসহ উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যরা ম্যাচ উপভোগ করবেন।

সর্বশেষ খবর