বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

অনলাইনে মনোনয়ন জমা নেওয়ার কথা রাখলেন না সিইসি

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে প্রার্থিতার কথা দিয়েও রাখতে পারলেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। মনোনয়নপত্র জমা দিতে বাধার অভিযোগের মধ্যে প্রথমবারের মতো অনলাইনে প্রার্থিতার ব্যবস্থা নেওয়া হবে বলে সিইসির ঘোষণা বাস্তবায়ন হয়নি। গতকাল ষষ্ঠ ও শেষ ধাপের মনোনয়নপত্র জমার সময় শেষ হয়েছে। জানতে চাইলে ইসির যুগ্মসচিব জেসমিন টুলী বলেন, এবার অনলাইনে মনোনয়ন নেওয়া সম্ভব হয়নি। নির্বাচনী প্রক্রিয়া চলার মাঝখানে এ ধরনের নতুন পদ্ধতি চালু করায় কিছু জটিলতা রয়েছে। অনেক মনোনয়নপত্র জমা দিতে বাধা পেয়েছে বলে অভিযোগ এলো। দুই ধাপের পর শেষ চার ধাপে অনলাইন চালু করলে প্রশ্ন উঠবে— কেন আগে করা করা হয়নি। ইসির প্রতিশ্রুতির পরও তৃতীয় থেকে ষষ্ঠ পর্বের ভোট প্রার্থীদের অনলাইনে প্রার্থিতার ব্যবস্থা নেওয়া যায়নি। এক্ষেত্রে আগের মতোই উপজেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ও জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আগ্রহীরা। প্রথম দুই ধাপ শেষে পরবর্তী চার পর্বে ইউপি প্রার্থীদের অনলাইনে মনোয়নপত্র জমা নেওয়ার কথা ৩ মার্চ সিইসি কাজী রকিব ঘোষণা দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে অনলাইন প্রথা চালুর লক্ষ্যে বিধি সংশোধনেরও উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ ৭ মে সিইসি সাংবাদিকদের বলেন, অনলাইনে মনোনয়ন নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সফটওয়্যারের কাজ চলছে। আমরা আশা করি, শেষ ধাপে হলেও তা চালু করতে পারব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর