বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা
ক্ষুব্ধ বাবা-মা বললেন

তনু হত্যাকাণ্ড পরিকল্পিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে দাবি করেছেন তার বাবা ও মা। কুমিল্লা সিআইডি কার্যালয়ে গতকাল সপ্তমবারের মতো তাদের জিজ্ঞাসাবাদ করতে আনলে পথে সাংবাদিকদের কাছে এ দাবি তুলে ধরেন তারা। তনুর বাবা কুমিল্লা ক্যান্টনম্যান্ট বোর্ডের কর্মচারী মো. ইয়ার হোসেন ও মা আনোয়ারা বেগম বলেন, বার বার জিজ্ঞাসাবাদে আমরা ক্লান্ত। আনোয়ারা বেগম বলেন, অনেক আক্রোশের কারণে তনুকে হত্যা করা হয়েছে। তার গোটা শরীরে আঘাতের চিহ্ন ছিল। কেন দেড় মাসেও দ্বিতীয় ময়না তদন্ত রিপোর্টের খবর নেই? তনুর পরিবারের ৪ সদস্যসহ মোট ৯ জনকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি ঢাকার সিনিয়র বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।

কুমিল্লায় গত ২০ মার্চ রাতে তনুর লাশ পাওয়া যায়। কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর