বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা
শিক্ষানীতি বাতিল দাবি

চরমোনাই পীরের খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষাআইন বাতিলের দাবি করে দেশবাসীর কাছে খোলা চিঠি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর। গতকাল পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদের নেতৃত্বে ‘জনমত গঠনের খোলা চিঠি’ বিতরণ করে এ কর্মসূচি শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় নেতা আশরাফ আলী আকন. মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী আশরাফুল আলম, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ। আগামী ২৬ মে পর্যন্ত এ খোলা চিঠি বিতরণ করা হবে। চিঠিতে পীর চরমোনাই বলেন, শিক্ষানীতি ও শিক্ষা আইন বাস্তবায়িত হলে আমাদের জাতীয় শিক্ষা বিপথগামী হওয়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ব্যবস্থারও বিলুপ্তি ঘটবে। এ ছাড়া জাতীয় শিক্ষানীতির আলোকে তৈরি অভিন্ন সিলেবাসের কারণে আলিয়া মাদরাসাগুলোতে পৌত্তলিক এবং নাস্তিক্যবাদী শিক্ষার চর্চা এরই মধ্যে শুরু হয়ে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর