বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

এসএসসি সমমানের ফল আজ

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমান পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ করা হবে আজ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকাল ১০টায় গণভবনে যাবেন এবং প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের কপি হস্তান্তর করবেন। পরে দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন মন্ত্রী। এরপরেই শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নোটিস বোর্ডে টানিয়ে দেওয়া হবে। এ ছাড়া ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) মাধ্যমেও ফলাফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। মোবাইল অপারেটরগুলোর মাধ্যমে মেসেজ পাঠিয়েও ফল পাওয়া যাবে। এক্ষেত্রে এসএসসি (SSC) লিখে (দাখিলের জন্য Dakhil) সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে রোল নম্বর টাইপ করে পরীক্ষার সন লিখে ১৬২২২-তে মেসেজ পাঠাতে হবে। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা হয়েছে এবার। ব্যবহারিক পরীক্ষা হয় ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত। দেশের ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে এ বছর ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষায় অংশ নিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর