বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

‘অপেক্ষা শেষ হলো’

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ সাড়ে চার দশকের অপেক্ষার শেষ হলো একাত্তরে বদর বাহিনীর হাতে শহীদ হওয়া বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর স্ত্রী শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর।

গতকাল রাতে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় শ্যামলী নাসরিন বলেন, দণ্ড কার্যকরের মাধ্যমে এই ভয়ঙ্কর খুনি-পাপীর বিদায় হলো। এতদিন এই মুহূর্তটি দেখার প্রতীক্ষায় ছিলাম। ৪৫ বছর ধরে দুঃখের ভার বহন করে আসছিলাম। আমি একা নই, বুদ্ধিজীবী পরিবারের সব সদস্যরা সেই ভার থেকে হালকা হলো। তিনি বলেন, খালেদা জিয়ার আমলে ভয়ঙ্কর এই খুনিকে শাসন ক্ষমতায় বসানো আমাদের কষ্ট সহস্রগুণ বাড়িয়ে দিয়েছিল। আজ এই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে দেশ দায়মুক্তির পথে আরও এক ধাপ এগোল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর