বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

সিলেটে সরকারি মাঠ দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সরকারি মাঠ দখল নিয়ে সংঘর্ষে পুলিশসহ অতন্ত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে রেজিস্টারি মাঠ দখল নিয়ে হকার ও দলিল লেখকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২ রাউন্ড গুলি ছুঁড়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে দলিল লেখক হাসনাত, ইমন ও রাজনসহ কয়েকজন গিয়ে রেজিস্টারি মাঠের ভিতরে বসানো হকার মইন উদ্দিনের দোকানটি সরিয়ে নিতে বলেন। ওই স্থানে দলিল লেখকরা তাদের শেড তৈরি করবেন বলে জানান। হকার মইন উদ্দিন তার দোকান সরিয়ে নিতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

 খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে ৩২ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।

সিলেট হকার কল্যাণ সমিতির সভাপতি রকিব আলী বলেন, কয়েকজন দলিল লেখক মইন উদ্দিনকে তার দোকান সরিয়ে নিতে বলেন। একপর্যায়ে দলিল লেখকরা হামলা চালালে সংঘর্ষ বাধে।

সর্বশেষ খবর