বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

ধাওয়া খেল ‘আসল বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

আবারও ধাওয়া খেল ‘আসল বিএনপি’। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জনতার উচ্চ আদালত’ বসাতে গিয়ে গতকাল আবারও ধাওয়া খেয়ে পালিয়ে গেছে ‘আসল বিএনপি’র নেতা-কর্মীরা। জানা যায়, ‘জননেতা’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন এই সংগঠনের কয়েকজন নেতা-কর্মী গতকাল দুপুর দেড়টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা বিএনপি কার্যালয়ে জনতার উচ্চ আদালত বসাতে যায়। কিন্তু তার আগেই তারা বিএনপি কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মীদের ধাওয়ার মুখে পড়ে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রত্যক্ষদর্শী ইউসুফ নামের একজন পুরনো চা দোকানদার জানান, একটি মিছিল নিয়ে কিছুসংখ্যক নেতা-কর্মী কার্যালয়ের দিকে আসছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে থাকা বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে পড়ে পালিয়ে যান ‘আসল বিএনপির’ কর্মীরা। বিএনপির কেন্দ্রীয় সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলাদেশ প্রতিদিনকে জানান, দুপুর দেড়টার দিকে ২০ থেকে ২৫ জন টোকাই শ্রেণির মহিলা ও পুরুষ পার্টি অফিসের অদূরে রাস্তায় জড়ো হতে চেয়েছিল। কিন্তু বিএনপি কার্যালয়ে থাকা কয়েকজন কর্মী-সমর্থক ধাওয়া দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। কথিত নেতা কামরুল হাসান নাসিম সেখানে আসেনি। আসলে বরং ভালোই হতো। তার জন্য কিছু ‘আপ্যায়নের’ (গণধোলাইয়ের) ব্যবস্থা করা যেত। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর