বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

বজ্রপাতে নিহত ৮১ জনের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে : ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গত সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার ঝড়বৃষ্টির মধ্যে বজ পাতে সারা দেশে মোট ৮১ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রাণ সচিব মো. শাহ কামাল বলেন, আমরা বজ পাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করি না বলে অভিযোগ রয়েছে, কিন্তু তা সত্য নয়। মন্ত্রণালয় গত বছর আগস্ট থেকে বজ পাতকে দুর্যোগ বিবেচনা করছে। বজ পাত নিয়ে কী করণীয়-সে বিষয়ে কাজ করছি, ক্ষতিগ্রস্তদের সাহায্য দিচ্ছি। গতকাল সচিবালয়ে দুর্যোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ও সচিব এ কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, ১২ ও ১৩ মে ২৬ জেলায় বজ পাতে মৃত্যুর এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর