বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা
দ্রব্যমূল্য সংক্রান্ত বৈঠকে বাণিজ্যমন্ত্রী

সৎদের সহযোগিতা করুন অসৎদের শাস্তি দিন

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসে যেসব ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করবেন তাদের সহযোগিতা এবং যারা কারসাজি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করবেন সেসব অসৎ ব্যবসায়ীদের শাস্তি দেওয়ার নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্দেশে মন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় খুচরা বিক্রেতারা যাতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে সেজন্য পাইকারি বিক্রেতার কাছ থেকে যে দামে পণ্য কেনা হয়েছে তার রশিদ সঙ্গে রাখতে বলা হয়েছে। খুচরা বিক্রেতা যদি তার ক্রয়ের সমর্থনে কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তবে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। রমজান শুরুর আগেই টিসিবির মাধ্যমে ১৭৪টি ট্রাকে সারা দেশে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনাও দেন মন্ত্রী ।

সর্বশেষ খবর