বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

সাংবাদিক সাদেক খানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট সাদেক খানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বাদ জোহর বনানী কবরস্থানে পিতার কবরে তাকে দাফন করা হয়। তার পিতা ছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করা বিচারপতি আবদুল জব্বার খান। এর আগে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। সকাল ১০টায় স্মৃতিবিজড়িত জাতীয় প্রেসক্লাবে সাদেক খানের লাশ নিয়ে আসা হলে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মরহুমের দীর্ঘ কর্মজীবনের সঙ্গী-সহকর্মী, গণমাধ্যম কর্মীসহ আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সর্বস্তরের মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এখানে বেশ কিছু সময় রাখা হয় প্রবীণ এ সাংবাদিকের লাশ। গত সোমবার দুপুরে বারিধারার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।জানাজার আগে সাদেক খানের ছোট ভাই সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আমার ভাই সাদেক খানের সততা আদর্শকে আমি মনেপ্রাণে ধারণ করি। তিনি না থাকলে হয়তো আমি রাজনীতিতে আসতে পারতাম না।’

সর্বশেষ খবর