বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

জাল ভিসায় মানব পাচার, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

জাল ভিসা ও ইমিগ্রেশনের সিল নকল করে বিদেশে মানব পাচারের অভিযোগে র‌্যাবের হাতে গতকাল পাঁচজন গ্রেফতার হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ আদালত পরিচালনা করেন। র‌্যাব সূত্রে জানা গেছে, মতিঝিলের ২৮/জে দৈনিক বাংলার মোড়ের আলিফ কম্পিউটারের দোকানঘর থেকে একটি চক্র জাল বিএমইটি কার্ড তৈরি করে মালদ্বীপ, সুদান, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানব পাচার করছিল। গতকাল সেখানে র‌্যাব অভিযান চালিয়ে ২০টি জাল বিএমইটি কার্ড, ৩টি জাল এনআইডি কার্ড, ১টি জাল বিএমইটি কার্ড তৈরির বিশেষ প্রিন্টার, ১টি সিপিইউ, ১টি স্ক্যানার, ১টি কালার প্রিন্টার ও ১টি মনিটরসহ পাঁচজনকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর