বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা
বিশ্বব্যাংকের প্রতিবেদন

কৃষির সাফল্য অলক্ষ্যেই রয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মানব উন্নয়নসূচক বিশ্বব্যাপী ব্যাপকভাবে স্বীকৃত। তবে কৃষি খাতে অগ্রগতি প্রায় অগোচরেই থেকে গেছে। কৃষি খাতে সাফল্যের পেছনে রয়েছে নীতি সংস্কার এবং গবেষণায় বিনিয়োগ। গতকাল রাজধানী সিরডাপ মিলনায়তনে বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে। বাংলাদেশে গ্রামীণ উন্নয়ন ও টেকসই দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে, ২০০০ সাল থেকে বাংলাদেশে দারিদ্র বিমোচনে বড় ভূমিকা রাখছে কৃষি। দেশকে এখন যেতে হবে উচ্চ মূল্যের কৃষির দিকে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ সময় অন্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল ইসলাম, বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ মাধুর গৌতম, বিশ্বব্যাংকের কৃষিবিষয়ক পরিচালক ইথেল সেনহুসার উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর