বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬ ০০:০০ টা
স্বাস্থ্য প্রতিদিন

প্যানিক ডিজঅর্ডার কি?

প্যানিক ডিজঅর্ডার কি?

ছেলেদের তুলনায় মেয়েদের প্যানিক ডিজঅর্ডার রোগটি বেশি হয়। রোগটি সব বয়সেই হতে পারে। তবে ১৫-২৫ এবং ৪৫-৫৫ বয়সে বেশি হয়। বিপত্নীক, বিধবা, স্বামী-স্ত্রী দু’জনে আলাদা হয়ে যাওয়া— এ ধরনের পারিবারিক পরিস্থিতিতে বেশি দেখা দেয়। ছোটবেলায় বাবা-মাকে হারানো এবং বড় ধরনের মানসিক আঘাত পাওয়া— এদের ক্ষেত্রে প্যানিক ডিজঅর্ডার রোগের ঝুঁকি  অনেকটাই বেড়ে যায়।

রোগীদের ভাবনা : তার হার্টের অসুখ। এজন্য বার বার ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করে বেড়াচ্ছে।  মাথা ঝিমঝিম করছে। মানে স্ট্রোক করে ফেলবে।

লক্ষণ : হঠাৎ করে বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট দেখা দেওয়া, মাথা ঝিমঝিম করা। দম বন্ধ হয়ে আসা, বড় বড় করে হাঁপানি রোগীর মতো শ্বাস-প্রশ্বাস নেওয়া। হাত-পা অবশ হয়ে আসা। শরীরে কাঁপুনি হওয়া। বুকের মধ্যে চাপ লাগা এবং ব্যথা অনুভব করা। এমনও দেখা গেছে, কোনো কোনো রোগী বলে হঠাৎ পেটের মধ্যে একটা মোচড় দেয়। তারপর উপর দিকে উঠে বুক ধড়ফড় শুরু হয়। সঙ্গে সঙ্গে হাত-পা অবশ হয়ে যায়। আর কথা বলতে পারে না। বমি বমি ভাব লাগে। পেটের মধ্যে গ্যাস ওঠে, খালি গ্যাস ওঠে এবং বুকে চাপ দেয়। দুশ্চিন্তা থেকেও মাথা ব্যথা হতে পারে। মৃত্যুভয় দেখা দেওয়া, মনে হয় মরে যাবেন রোগ যন্ত্রণায়। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা।

ডা. মো. দেলোয়ার হোসেন

আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর