রবিবার, ২৯ মে, ২০১৬ ০০:০০ টা

ডেসটিনির বিনিয়োগকারী ও পরিবেশকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ডেসটিনি চালু এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক। মানববন্ধনে বক্তব্য দেন সিরাজাম মনির, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন জুয়েল প্রমুখ। বক্তারা বলেন, চার বছর ধরে ডেসটিনি গ্রুপের পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। ফলে গ্রুপের পঁয়তাল্লিশ লাখ বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক পরিবারের দুই কোটি সদস্য মানবেতর জীবনযাপন করছে।

দুদকের অনুসন্ধান, তদন্ত ও মামলাজনিত জটিলতার কারণে কোম্পানির সব স্থাবর-অস্থাবর অর্থ সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন কারাগারে থাকলেও বাকিরা গ্রেফতার ভয়ে আত্মগোপনে থাকায় এসব সম্পদ সঠিকভাবে রক্ষাবেক্ষণ করার কোনো কর্তৃপক্ষ নেই। মানববন্ধন কর্মসূচি থেকে ডেসটিনি-২০০০ লি. এর নামে এমএলএম লাইসেন্স প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর