রবিবার, ২৯ মে, ২০১৬ ০০:০০ টা

মেয়র আমায় কাজ করতে দেন না নিজেও করেন না

------- শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র আমাকে উন্নয়নকাজ করতে দেন না, নিজেও করেন না।’ তিনি গতকাল সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে মরহুম আলী হোসেন স্মৃতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

নাসিক কাউন্সিলর রেহানা পারভীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মেম্বার, মজিবুর রহমান প্রধান, রেজাউল করিম কুদরত প্রমুখ। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের মানুষ সবচেয়ে বেশি পৌরকর দেয়। শুধু আদমজী ইপিজেড থেকে যে পরিমাণ কর ওঠে, পুরো নারায়ণগঞ্জ শহর থেকে তা ওঠে না। তবুও সিদ্ধিরগঞ্জের মানুষ বঞ্চিত। এখন সামনে নির্বাচন, তাই সব জায়গায় জোড়াতালি লাগিয়ে মনোরঞ্জনের কাজ চলছে। এখানে-ওখানে ভিত্তিপ্রস্তর লাগানো হচ্ছে। কাজ দেখানো হচ্ছে। এসব নাটক মানুষ বোঝে। শামীম ওসমান বলেন, ‘নাসিকের ঠিকাদারি কাজ দুজন মানুষ ছাড়া আর কেউ পান না। এরা হলেন সুফিয়ান আর জাকির। বহু টাকার কাজ, মিনিমাম ৪০০ কোটি টাকার। সাংবাদিকদের দোকান দেওয়া হয়েছে, আত্মীয়স্বজনদেরও দেওয়া হয়েছে। এ রকম দোকান পাওয়া ৩০০ ব্যক্তির নাম আমি সংসদে উত্থাপন করেছি। দুদক এগুলো তদন্ত করছে।’তিনি বলেন, এই এলাকা কাদামাটিতে ভরা ছিল। তিনি এমপি হয়ে এখানে লিঙ্ক রোড গড়ে তুলেছিলেন। ও সময় টেলিফোন ছিল না, টেলিফোন এনেছেন। স্কুল করেছেন। মসজিদ-মাদ্রাসা ঠিক করে দিয়েছেন। শামীম ওসমান বলেন, ‘এ এলাকাটি নাসিকের অধীনে।

এর উন্নয়নে আমি যা কাজ করতাছি তা বাড়তি কাজ। এখানে আমার কাজ করার কোনো সুযোগ নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর